একটি আইসক্রিমের দোকানে আগুন লাগার ঘটনা ঘটল। গতরাতে ঘটনাটি ঘটে শ্রীরামপুরে ব্রেন্টিং বাজারে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।গতরাতে দোকানটি বন্ধের সময় বিকট আওয়াজ শোনা যায়। দেখা যায়, দোকানের মধ্যে থাকা ফ্রিজ়ের কম্প্রেসার ফেটে আগুন লেগেছে। জখম হন এক কর্মী।কী করে কম্প্রেসার ফাটল তা খতিয়ে দেখছে দমকল। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
আইসক্রিমের দোকানে আগুন
বুধবার,২৫/০৭/২০১৮
508
সুমন করাতি---