ঘটনার সূত্রপাত, মঙ্গলবার স্কুল চলা কালীন নবম ও দশম শ্রেণীর দুই ছাত্রীর সাথে অশ্লীল আচরণ করে স্কুলের দুই শিক্ষক বিশ্বজিৎ দাস ও পৃথ্বীরাজ বিশ্বাস। দুই ছাত্রীর সাথে অশ্লীল ব্যবহার করায় প্রায় ঘন্টা চারেক শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভ দেখালো ছাত্রীর অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার কৃষ্ণগঞ্জ খাটুরা উচ্চ বিদ্যালয়ে। এই ঘটনার খবর ছাত্রীরা বাড়িতে জানালে অভিভাবকেরা ছুটে আসে। শিক্ষকদের প্রায় চার ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর যায় কৃষ্ণগঞ্জ থানায়।কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই শিক্ষকে উদ্ধার করে নিয়ে যায়। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক অপূর্ব বিশ্বাস বলেন, আমি ছাত্রী ও অভিভাবকদের মুখে ঘটনাটি শুনেছি। আমি বলেছিলাম বিষয়টি আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে। এরপর দেখলাম পুলিশ এসে দুই শিক্ষককে নিয়ে গেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।
দুই ছাত্রীর সাথে অশ্লীল ব্যবহার করায় স্কুল শিক্ষক গ্রেফতার
বুধবার,২৫/০৭/২০১৮
792
বাংলা এক্সপ্রেস---