জাতীয় সড়কের ওপর সৃষ্টি হয়েছে বড় গর্ত, শীঘ্রই মেরামত না হলে দুর্ঘটনার আশঙ্কা


বুধবার,২৫/০৭/২০১৮
685

বাংলা এক্সপ্রেস---

জাতীয় সড়কের ওপর সৃষ্টি হয়েছে বড় গর্ত । শীঘ্রই মেরামত না হলে দুর্ঘটনার আশঙ্কা । উল্লেক্ষ্য -৩১নম্বর জাতীয় সড়কের চোপড়া বালিকা বিদ্যালয় সংলগ্ন ওভার ব্রিজ এর ওপরে এক পাশে বড় গর্ত তৈরি হয়েছে । যার ফলে যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনাটা । তাই দুর্ঘটনাটা এড়াতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের উচিৎ শীঘ্রই ওই গর্ত মেরামত করার উদ্যোগ নেওয়া । স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য হাসান কামাল রানা এবং স্থানীয় বাসিন্দা শুশীল প্রামাণিক জানান,চোপড়া একটি জনবহুল এলাকা । এখানে আছে বিডিও অফিস, থানা ,রেজেস্ট্রি অফিস জমির ব্লক ভুমি দপ্তর ,ব্লক কৃষি দপ্তর ইত্যাদি । তাই হাইওয়ে কৃতপক্ষ্য এখানে আন্ডার পাশ ও ওভার ব্রিজ তৈরি করেছেন ।বর্তমানে আন্ডার পাশের রাস্তায় গর্তে পরিণত হয়েছে। যাতে চলাচলের খুব অসুবিধা হচ্ছে ।এছারাও ওভার ব্রিজের উপরে বড় গর্ত তৈরি হয়েছে। জরুরি ভিত্তিক মেরামত দরকার ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট