মগড়ার বাঁশবেড়িয়া হংসেশ্বরী রোডে গুলিবিদ্ধ যুবক। তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।নাম শঙ্খদ্বীপ দত্ত। রবিবার রাত আটটা নাগাদ হংসেশ্বরী রোডে একটি মাচায় কয়েক জন বন্ধুর সাথে বসেছিল শঙ্খদ্বীপ।অভিযুক্তকে গ্রেফতার করেছে মগড়া থানার পুলিশ। সেখানেই গুলিবিদ্ধ হয় সে। পেটে লাগে গুলি তার।হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তের নাম সোমনাথ দাস। বাড়ি ক্ষুদিরাম পল্লী। পুলিশ জানতে পারে অন্য কাউকে টার্গেট ছিল লক্ষভ্রষ্ট হয়ে গুলি লাগে শঙ্খদ্বীপের।
মগড়ার বাঁশবেড়িয়া হংসেশ্বরী রোডে গুলিবিদ্ধ যুবক
মঙ্গলবার,২৪/০৭/২০১৮
564
বাংলা এক্সপ্রেস---