খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত ছাত্রর


রবিবার,২২/০৭/২০১৮
635

সুমন করাতিঃ হুগলী---

খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত এক ছাত্রর। ঘটনাটি হুগলীর উত্তরপাড়ার।  স্কুল থেকে ফিরে বাড়িতে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে বলে জানায় এলাকায় মানুষ। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা পরিবারের।ছাত্রের নাম শুভজিৎ জানা।সে উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের অষ্টম শ্রেণীর ছাত্র। ঘটনার দিন  বিকেলে বাড়িতে কাপড় দিয়ে দোলনা করে খেলা করছিল।সেখান থেকেই কোনো কারণে গলায় ফাঁস লেগে যায়।তারপরই লুটিয়ে পড়া অবস্থায় তাকে পাওয়া যায়।

পরিবারের লোক শুভজিৎ কে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।ডাক্তার দেখে মৃত বলে ঘোষণা করে।তার মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নামে পরিবারে।

বাবা উত্তম জানা অভিযোগ করেন পারিবারিক শত্রুতার জেরেও খুন করতে পারে তার এক মাত্র সন্তান কে।দীর্ঘদিন দিন ধরে পরিবারের মধ্যে একটা অশান্তি ছিল।প্রশ্ন উঠছে কি কারনে মৃত্যু ঐ স্কুল ছাত্রর।সত্যি কি খেলতে গিয়ে মৃত্যু না পারিবারিক শত্রুতার কারণেই খুন। ডানকুনি থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান মৃত ছাত্রর বাবা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট