আজ সারারাজ্যবাপি মানুশের চোখ ছিল নিউজ টেলিভিশন এর পর্দায়।বহু সাধারন মানুষ আজ ভিড় জমিয়েছেন ধর্মতলা চত্বররে। সকলের নজর ছিল আজ মুখ্যমন্ত্রী কি কি বক্তব্য রাখবেন? এছাড়া দলের অন্দরে নানান ভাবনা গুলো কিভাবে প্রকাশিত হবে। যাবতীয় জল্পনার অবসান হল আজ।২০১৯ সালে ব্রিগেড সমাবেশে সোনিয়া গান্ধী কে আমন্ত্রণ জানানো হবে বলে সুত্রের খবর।এছাড়া বিজেপির বিরুদ্ধে লড়তে হবে সব বিরোধি দল গুলিকে।এছাড়া এদিন ২১ জুলাই য়ের মঞ্চ থেকে নানান বক্তৃতা উঠে আসে যেমন ” যারা প্যান্ডেল গড়তে পারে না তারা আবার দেশ গড়বে”.এছাড়া নানান বক্তব্য উঠে আসে আজ।সারদিন ধরে আজ বৃষ্টি সেই বৃষ্টি মাথায় নিয়ে বহু মানুষ ভিড় জমান আজ।এছাড়া এই দিন মুখ্যমন্ত্রী জানানা গরীব মানুষ কে বঞ্চিত করবেন না।গরীব কে সেবা করাই আমাদের কাজ। শনিবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে নেতা নেত্রি দের এমন নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন গরীবের যাতে পরিষেবা পেতে যাতে অসুবিধা না হয় আপনারা সবাই দেখবেন।
২১ জুলাই এর মঞ্চ থেকে একের পর এক নতুন চমক
শনিবার,২১/০৭/২০১৮
782
বাংলা এক্সপ্রেস---