কানাডা ব্যাঙ্কের নতুন বিল্ডিং ও এটিএম উদ্ভোধন শোনপুরহাটে


শুক্রবার,২০/০৭/২০১৮
1140

সাদ্দাম হোসেন মিদ্দে---

শোনপুরহাটে উদ্ভোশন হল কানাডা ব্যাঙ্কের নতুন বিল্ডিং ও এটিএমের।ভাঙড় ২ ব্লকের শানপুকুর ও ভোগালি ১ অঞ্চলের একমাত্র ভরসা ছিল এই ব্যাঙ্কটি।ফলে অত্যাধিক গ্রাহকের তুলনায় কয়েকজন মাত্র ব্যাঙ্ককর্মীরদের দ্বারা দ্রুত পরিষেবা দেওয়া সম্ভব হতোনা।বাগজোলা খালপাড়ে প্রেট্রল পাম্পের কাছে নতুন অফিস ও এটিএম চালু হওয়ায় দুটি অঞ্চলের হাজার হাজার ব্যাঙ্ক গ্রাহক উপকৃত হবেন।

এদিনের উদ্ভোধন অনুষ্টানে উপস্থিত ছিলেন স্থানীয় জেলা পরিষদ সদস্য নান্নু হোসেন,ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ অহিদুল ইসলামসহ কানাডা ব্যাঙ্কের উচ্চ পদস্থ আধিকারিকগণ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট