হরিপালের বিধায়ক বেচারাম মান্না ২১ শে জুলাই উপলক্ষে সিঙ্গুর ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে দূর্গাপুর এক্সপ্রেস ওয়ের পাশে রতনপুরে সহায়তা ক্যাম্পের উদ্বোধন করেন । পাশাপাশি পানীয় জল ও চায়ের ব্যাবস্হা রাখা রয়েছে। বিভিন্ন জেলা থেকে আগত কোলকাতা সমাবেশে আসা যাওয়ার পথে দূর্ঘটনা ঘটলে দ্রুত মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন বেচারাম মান্না। সহায়তা ক্যাম্পে এম্বুলেন্স, ব্রেক ডাউন ভ্যান, মেডিক্যাল টিম ও স্বেচ্ছাসেবকদের রাখা হয়েছে। সারারাত ও কাল সারাদিন ক্যাম্প খোলা থাকবে।
২১ শে জুলাই উপলক্ষে সিঙ্গুর ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে সহায়তা ক্যাম্পের উদ্বোধন
শুক্রবার,২০/০৭/২০১৮
704
বাংলা এক্সপ্রেস---