বাংলা এক্সপ্রেস বিশেষ প্রতিনিধিঃ জঙ্গল মহল’ শুনলেই কেমন একটা গা ছমছমে ভাব, ২০১০ সাল পর্যন্ত যেখানে মাওবাদী বোমার হানায় , উড়ে যেত প্রশাসনিক দপ্তর, ঝরে যেতো কত প্রাণ, ১৫ ই জুলাই সেই জঙ্গল মহলেই উপস্থিত হয়েছিলো নব দিগন্ত টিম, কিছু সমাজ কল্যাণ মূলক কাজের তাগিদে। বাঁকুড়া জেলায় রানীবাঁধ থানার একটি প্রত্যন্ত ছোট্ট গ্রাম খাতাম এ পৌঁছে যায় নব দিগন্ত। ওখানে মেডিকেল ক্যাম্প ও জামাকাপড় বিতরণ করা হয়। সকাল ১০ টা থেকে কাজ শুরু হলে একে একে জঙ্গলের ওই লাল মাটির গ্রাম এর সমস্ত মানুষ উপস্থিত হয়। আদিবাসী অধ্যুষিত এলাকা, জরাজীর্ণ অবস্থা প্রায় সব মানুষেরই, অনেকে পেট পুরে এখনও সকালে খেতে পায়না প্রায়দিন, সে কি করুন দৃশ্য! কান্না পেয়ে যায় ওদের গল্পে। নব দিগন্ত এর সফর আজ বোধ হয় কোনো না কোনো অংশে সফল এই খাতাম এ আসতে পেরে।।
মেডিকেল ক্যাম্পে প্রেসার, সুগার, ওজন মাপা হয়, সঙ্গে বিনামূল্যে ওষুধ দেওয়া হয় ও বিভিন্ন পরামর্শ দেওয়া হয়, প্রায় ২০০ জনের। পাশাপাশি চলতে থাকে বস্ত্র বিতরণ, উপচে পড়ে মানুষের ভিড়, একে একে তারা বেছে নেয় নিজের পছন্দ মত নতুন পোষাক, হাসি মুখে ফিরে যায়। সমস্ত দৃশ্য দেখে, স্থানীয় মানুষের কাছে তাদের দুর্দশার কথা শুনে নব দিগন্ত টিমের সবাই খুব আবেগ প্রবন হয়ে পড়ে। তারা বলতে থাকে আমাদের আরোও আগে এখানে আসা উচিত ছিল। তবে হ্যাঁ এরকম একটা জায়গায় গিয়ে কাজ করাটা সম্ভব হয়েছে খাতাম এর সুন্দর একটি স্থানীয় সংস্থা ‘সংকল্প’ এর সাহায্যে। নব দিগন্ত এর পক্ষ থেকে জানানো হয় এমন স্থানীয় সাহায্য পেলে নব দিগন্ত ভবিষ্যতে আরো কাজ এই এলাকায় করতে পারবে, স্থানীয় মানুষ ও সংকল্প কে ধন্যবাদ জানান নব দিগন্ত এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ডাঃ ফারুক হোসেন গাজী ও তার টিম। এ এক অন্য ধরণের অভিজ্ঞতা নিয়ে সবাই জঙ্গল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়, জঙ্গলের মানুষের পাশে নিয়মিত থাকার সংকল্প নিয়ে।
“জঙ্গলে আলোর দিশা “
শুক্রবার,২০/০৭/২০১৮
1525