নিয়ন্ত্রিত ট্রাফিক! রাজারহাট


শুক্রবার,২০/০৭/২০১৮
5645

বাংলা এক্সপ্রেস প্রতিনিধিঃ”সেফ ড্রাইভ সেভ লাইফ” বর্তমানে রাজ্যের একটি চর্চিত বিষয়। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সে বিষয়ে যথেষ্ট সচেতন। কদিন আগে নবান্নের এক সরকারি অনুষ্ঠান থেকে তিনি সেফ ড্রাইভ সেভ লাইফ এর বিষয়ে সকল প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সজাগ হওয়ার নির্দেশ দিয়েছেন। নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন ও ট্রাফিক আধিকারিক রা। ব্যতিক্রম নয় রাজারহাট ট্রাফিক ইউনিট। রোড এক্সিডেন্ট কমাতে রাজারহাট, রাজারহাট নিউটাউনের অধিকাংশ রাস্তায় বসানো হয়েছে গতি নিয়ন্ত্রিত বোর্ড। ট্রাক, বাসের গতির পরিমাপ নির্দিষ্ট করা হয়েছে ঘন্টায় ৪০ কিলোমিটার। চার চাকার (কার) ক্ষেত্রে ৫০ কিলোমিটার। ঝা চকচকে ফাঁকা রাস্তায় এই নির্নয়ক মাপ নিয়ে যথেষ্ঠ ক্ষোভ রয়েছে চালক দের মধ্যে। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাফিক জানান, রাজারহাট রোডের মাঝে অনেক কাট আউট আছে ফলে এক্সিডেন্ট এড়াতে এ ব্যবস্থা। ১৮৩(১) ধারায় ওভার স্পিড কেসে তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড এর ভয়ে এখন নিয়ন্ত্রিত যান চলাচল হচ্ছে বলে এক ট্রফিক আধিকারিক জানায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট