মোদির জনসভায় শামিয়ানা দুর্ঘটনায় আহতদের দেখতে মেদিনীপুর মেডিক্যালে  মুখ্যমন্ত্রী


বৃহস্পতিবার,১৯/০৭/২০১৮
735

কার্ত্তিক গুহ---

মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় শামিয়ানা দুর্ঘটনায় আহতদের দেখতে আজ বৃহস্পতিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ওয়ার্ডে ঘুরে ঘুরে তাঁদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের শারীরিক অবস্থার ও চিকিৎসা বিষয়ে খোঁজ-খবর নেন। আহতদের পাশাপাশি তাঁদের পরিবারের সাথেও কথা বলেন মুখ্যমন্ত্রী। যে তিনজন গুরুতর আহত হয়েছেন তাঁদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে ১ লক্ষ টাকা করে সাহায্য করা হবে বলেও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

১৬ জুলাই মেদিনীপুর কলেজ মাঠে কৃষককল্যাণ সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা চলাকালীন দুর্ঘটনা ঘটে। ভেঙে পড়ে প্যান্ডেলের লোহার কাঠামো। তাতে আহত হন কমপক্ষে ৯০ জন। তাঁদের মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও এখনও হাসপাতালে ভরতি রয়েছেন অনেকে। দুর্ঘটনার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছিলেন, আহতদের চিকিৎসার জন্য সবরকম সাহায্য করবে রাজ্য সরকার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট