বাংলা এক্সপ্রেস প্রতিনিধিঃ
রাজ্যবাসীর জন্য সুখবর। কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সবুজশ্রীর পর এবার রাজ্যের নতুন “শ্রী” বাংলাশ্রী। আসলে বাংলাশ্রী এক্সপ্রেস। রাজ্যের পরিবহণ কে উন্নত করতে এই প্রকল্পের সূচনা। প্রত্যেক জেলা সদরের সঙ্গে রাজধানী কলকাতাকে সড়কপথে যুক্ত করতে আজ থেকে পথে নামল বাংলাশ্ৰী এক্সপ্রেস। আজ নবান্ন থেকে ২০টি রুটের এই বাস পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাসগুলি রাজ্যের বিভিন্ন জেলার সদর কার্যালয় ও কলকাতার মধ্যে চলাচল করবে। পরিবহন দপ্তর ৩০০টি বাস হাতে নিয়ে পথ চলা শুরু করেছে। বাস পরিষেবার সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, “মানুষের সুবিধার জন্য কলকাতার সঙ্গে প্রতিটি জেলা সদরের মধ্যে ননস্টপ বাস পরিষেবা শুরু হল। এর ফলে আগের থেকে কম সময়ের মধ্যে জেলাগুলির সঙ্গে কলকাতার যোগাযোগ গড়ে উঠবে।” এদিন মুখ্যমন্ত্রী ২২টি শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স ও ১৩টি মেকানিকেল রেকার ভ্যানেরও উদ্বোধন করেন।
এছাড়াও এদিনের মঞ্চ থেকে দুর্ঘটনা রোধে “সেফ ড্রাইভ, সেভ লাইফ” কর্মসূচির ওপর জোর দেন মুখ্যমন্ত্রী। আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটি বাস, ট্যাক্সি, লরি ও অন্যান্য ছোট গাড়ির পেছনে পরিবহণ দপ্তরের উদ্যোগে “সেফ ড্রাইভ, সেভ লাইফ” লেখারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাংলা, ইংরাজি ও হিন্দি তিনটি ভাষাতেই “সেফ ড্রাইভ, সেভ লাইফ” লেখা থাকবে। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব মলয় দে, পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ পুলিশ-প্রসাশনের একাধিক কর্তা।
রাজ্যবাসীর জন্য সুখবর!বাংলাশ্রী এক্সপ্রেস
বুধবার,১৮/০৭/২০১৮
2149