বিরাট আছেন তার বিরাট মেজাজ নিয়েই


বুধবার,১৮/০৭/২০১৮
1246

বাংলা এক্সপ্রেস---

আই সি সি সদ্য প্রকাশিত হওয়া ওয়ানডে র‍্যানকিংয়ে এক নম্বর স্থান ধরে রাখলেন। অল্প সময়ের মধ্যে তিনি অসাধারণ সাফল্য লাভ করেছেন। তার ক্রিকেটার জীবনে অসাধারণ ইনিংস গুলি সহজে প্রভাব ফেলেছে ক্রিকেট প্রেমি দের কাছে।তার ধারাবাহিক সাফল্য নজর কেড়েছে গোটা বিশ্বের দর্শক ও ক্রিকেট বিশেষক দের। এককথায় বিরাট আছেন তার বিরাট মেজাজ নিয়ে।তার সাফল্য আপ্লুত গোটা ক্রিকেট দুনিয়া। বিদেশের মাটিতে তার সাফল্যলাভ বরাবর মুগ্ধ করেছে আপামর ক্রিকেট প্রেমি দের। তার স্বভাব সিদ্ধ ব্যাটিং ও বাইশ গজে তার মেজাজ আজ চর্চার বিষয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট