আত্মহত্যা নাকি পরিকল্পনা করে মেরে ফেলা নববধূর আদূরিকে ?


মঙ্গলবার,১৭/০৭/২০১৮
494

বাংলা এক্সপ্রেস---

বিয়ের ছদিনের মধ্যে বিষ খেয়ে আত্মঘাতী নববধূ।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার বড়রা গ্রামে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে আনা হয়েছে। রায়গঞ্জ থানায় অস্বাভাবিক মামলা রুজু করা হয়েছে।

জানা গিয়েছে,করনদিঘি থানার ধোতিপাড়া গ্রামের অবিরাম সিংহ তিন সন্তানের বাবা। স্ত্রী সঙ্গে তার সম্পর্ক ভাল না থাকায় তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। করনদিঘি ব্লকের বড়রা গ্রামের আদূরী সিংহের বিবাহ বিচ্ছেদ হয়।গত বৃহস্পতিবার আদূরীর সঙ্গে বিবাহ হয় অবিরামে। সোমবার তারা পরিবারকে সঙ্গে নিয়ে বাপের বাড়িতে এসেছিলেন। রাতেই আদূরী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তড়িঘড়ি রাতেই আদূরীকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে সেখানে তার মৃত্যু হয়।মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট