ভুলতে পারছি না…


শুক্রবার,০৬/০৭/২০১৮
1750

॥ ভুলতে পারছি না..॥

বিশ্বাস করো…
দেয়ালে প্রাণপণে মন ঠুকে,
ভুলতে পারছি না তোমাকে !
ভুলতে পারছি না…
বিনি সূতোয় কথা গাঁথা
আমাদের সেতুবাঁধা রাত ।
ভুলতে পারছি না…
ছাই চাপা আগুন থেকে
আমাকে দু’হাতে কুড়িয়ে,
তোমার ঝোড়ো-হাওয়া পাগলামি !

নীতি নিমিত্তির দো’রে
নিজেকে উজাড় করে
পড়েছিলাম উঠোনে
আমার ‘আমি’কে না চিনে ।
কী জানি কী মনে
স্বপ্ন মেখে আকাশে,
পূর্ণ করলে আমাকে
আলোপাতা দিনে ।
কী জানি কী মানে
আশা ভেঙে চিতে
রিক্ত করলে আমাকে
দুঃখ আঁধারি রাতে ।

বিশ্বাস করো…
চকমকি পাথরে প্রেম ঠুকে বলছি,
মন-যমুনায় নও তুমি রাধারমণ ।
রূপ-বদল বাজারে মেকী পসারে,
তোমার ভালোবাসা শুধুই সম্মোহন !

…..সুনন্দা হালদার ॥

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট