এ টি এম রফিকুল হাসানের মহামূল্যবান গ্রন্থ বিশ্বনবী হজরত মহম্মদ স: তুলে দিলেন ফারুক আহমেদের হাতে


মঙ্গলবার,০৩/০৭/২০১৮
1617

বাংলা এক্সপ্রেস---

এইমুহূর্তে বিশ্বের বহু লেখকদের মধ্যে এক আলোকময় ও উজ্জ্বল ব্যক্তিত্ব হলেন ১৬৭ টি মূল্যবান গ্রন্থের লেখক এ টি এম রফিকুল হাসান। তাঁর রচিত সেরা গ্রন্থটি সদ্য প্রকাশিত হল। এক হাজার সতেরো পৃষ্ঠার মহামূল্যবান গ্রন্থটির নাম “বিশ্বনবী হজরত মহম্মদ স:”। এই গুরুত্বপূর্ণ ও তথ্য-সমৃদ্ধ বইটি রবিবার সন্ধ্যায় উদার আকাশ পত্রিকা ও প্রকাশনের সম্পাদক ফারুক আহমেদ-এর হাতে তুলে দিলেন লেখক আবু তাহের মহম্মদ রফিকুল হাসান। রবিবাসরীয় সন্ধ্যায় এক ঘরোয়া আলোচনার পর লেখক তাঁর লাইব্রেরীতে এই মহামূল্যবান উপহার তুলে দেওয়াতে ফারুক আহমেদ বিশালভাবে আপ্লুত হয়েছেন এবং তিনি নিজেকে গর্বিত মনে করে লেখককে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। ফারুক আহমেদ জানিয়েছেন, সকল ধর্মের মানুষদের কাছে বইটি অবশ্যপাঠ্য হয়ে উঠুক।

এই গ্রন্থটি পাঠ করলে মনের আকাশ উদার হবে এবং একটা শান্তির বার্তা নিয়ে আসবে মনের মানসিকতা পরিবর্তন করতে যা প্রকৃত মানুষ হতে সাহায্য করবে। সকলেই সগ্রহ করুন পড়ুন অন্যকে পড়তে দিন। বিশ্ববাসীকে শান্তিতে বাঁচতে হলে বিশ্বনবী হজরত মহম্মদ স: এর জীবন আদর্শকে সঙ্গী করে পথ চলতে হবে তবেই এই অশান্ত বিশ্বে প্রকৃত শান্তি ফিরবে। বিশ্বনবী যে পথ দেখিয়েছেন তা জানতে বিশেষভাবে সাহায্য করবে এই বইটি।
ছবি তুলেছেন কলি মোল্লা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট