খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু হল ১ জনের আক্রান্ত আরও ৬ জনের চিকিৎসা চলছে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে। ঘটনাটি ঘটেছে রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের পুর গ্রামে। জানা গেছে প্রতিদিনের মতো রামজী রবিদাস বাড়িতে রাতে খাবার রান্না হয় ভাত, ডাল ও আলুর তরকারী, সেই খাবার পরিবারের সবাই মিলে খেয়ে শুতে যায় আর পাঁচটা দিনের মত। সকাল থেকে ওই পরিবারের সকলের বোমি পায়খানার উপসর্গ দেখা দেয়। স্থানীয় ওষুধের দোকান থেকে ওষুধকিনে খায় সকলেই। সারাদিন কোন ভাবে কেটে গেলেই। রবিবার সকাল থেকে পরিবারের ৭ জনের শারীরিক অবস্থা অবনতী হতে থাকে।
বিকালে দিকে রামজী রবিদাস (৩২), কস্তুরী রবিদাস ( ৭৫), রুম্পা রাম (১৯), বিমল রাম ( ১৪), রুমা রাম (১০), শিবানী রাম (৫) সকলকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের সকলের চিকিৎসা চলছে। বাড়িতে ছিল সীমা রাম (১৫) সে কিছুটা সুস্থ্য ছিল। কিন্তু রাত হতেই বাড়িতেই মৃত্যু হয় সীমা রামের। সীমা সম্পর্কে রামজী রবিদাসের বোনপো। দিদির মৃত্যুর পড় থেকে সীমা সহ রূম্পা,বিমল,রুমা,শিবানী দিদির ছেলে মেয়েরা রামজীর সাথে থাকতো। ঘটনার খবর পেয়ে ঘটনার তদন্তে নেমেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। রাতে মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা খাবারে বিষ ক্রিয়ার ফলে এই ঘটনা ঘটেছে।