মনে সাধ ছিল অমরনাথ যাত্রা, তবুও পূর্ণ হল না


রবিবার,০১/০৭/২০১৮
612

বাংলা এক্সপ্রেস প্রতিনিধি---

দিন কযেক জম্মু থেকে কাশ্মীর যাওয়ার প্রধান সড়ক দিয়ে অমরনাথগামী তীর্থযাত্রীদের গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করে জে অ্যান্ড কে পুলিশ। প্রবল বর্ষনের জেরে স্থগিত হয়ে যায় অমরনাথ যাত্রা। জম্মু, পঞ্চগ্রা ভারত সেবাশ্রম সংঘ, উধমপুর, পহেলগাঁও সহ জম্মু থেকে কাশ্মীর যাওয়ার জাতীয় সড়কের ধারে বিভিন্ন যাত্রী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন হাজার হাজার পুণ্যার্থী।

রবিবার ভোর থেকে চন্দনবাড়িরর দিকে যাওয়ার ছাড়পত্র মিলতেই হাজারে হাজারে গাড়ি যাত্রা শুরু করে। সকালের দিকে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায অমরনাথ গুহার উদ্দেশে তীর্থযাত্রীরা যাত্রা শুরু করেছেন। এর মধ্যে অনেকেই আবার অমনাথ যাত্রা না করে ঘরে ফিরতে শুরু করেছেন। পশ্চিমবঙ্গের কলকাতা থেকে

পাপিয়া মজুমদার নামে এক পুরণথী জানান,”মনে সাধ ছিল অমরনাথ যাব আবহাওয়ার প্রতিকূল ,বন্যা জারি হয়েছে তাই বাড়ি ফিরে যাচ্ছি । যদি সুযোগ হয় পরের বছর দেখব।” তবে আবহাওয়ার এই খামখেয়ালীপনায আদৌ গন্তব্য পৌঁছতে পারবে কিনা সংসয রয়েছে ।

https://youtu.be/m8Oy7_wVFyw

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট