বিভাজনের রাজনীতিতে না গিয়ে মুখ্যমন্ত্রীর হাত টা শক্তি শালী করুন : শুভেন্দু অধিকারী


শনিবার,৩০/০৬/২০১৮
1635

বাংলা এক্সপ্রেস---

ভারতবর্ষে অনেক অন্যায় হচ্ছে অনেক অত়্যাচার হচ্ছে । তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে । জন নেত্রী যে ভাবে জঙ্গল মহলে উন্নয়ন করেছেন আপনারা বিভাজনের রাজনিতী তে না গিয়ে মুখ্যমন্ত্রীর হাত টা শক্তি শালী করুন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের কুলটিকরী এস সি হাই স্কুলে হুল দিবসের অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী । তিনি আরো জানান আজকের দিনটা ঐতিহাসিক সংগ্রামের দিন এই দিনটাকে পালন করুন । আজকে ঝাড়খন্ডে আদিবাসী দের জমি কেড়ে নেওয়া হচ্ছে আর এখানের মুখ্যমন্ত্রী আপনাদের জন্য কাজ করছেন আপনারা তার সঙ্গে থাকুন । এমনই মন্তব্য করেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ।

আজকের দিনে ১৮৫৫ সালে ইংরেজ সরকারের বিরুদ্ধে সিধু ও কানু দুই বীরের নেতৃত্বে ছোটনাগপুর জেলার ভগ্নাডিহীর মাঠে কয়েক হাজার আদিবাসী মানুষ একত্রিত হয়ে জড় হয়ে ছিলেন । ঐ দিন সমস্ত আদিবাসী সমাজ বিদ্রোহ ঘোষনা করে ছিলেন ব্রিটিশ সরকারে বিরুদ্ধে । ইংরেজ সরকারের ভীত কেঁপে গিয়েছিল ,আদিবাসী সমাজের এই যুদ্ধ ঘোষনা কে কেন্দ্র করে । ঐ দিন ইংরেজ সরকার কয়েক হাজার আদিবাসীর উপর নির্বিচারে গুলি চালিয়ে ছিল । মারা গেছিলেন কয়েক হাজার অদিবাসী। এই বিদ্রোহ পরবর্তী কালে পথ দেখিয়েছিল সিপাহী বিদ্রোহ ,চুয়ার বিদ্রোহ কে । ইংরেজ কে ভারত ছারতে বাধ্য করে ছিল ।

https://youtu.be/Z_ZpJ2AnGTs

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের কুলটিকরী এস সি হাই স্কুলে এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ,সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র ,গোপিবল্লভপুরের বিধায়ক চূড়ামনী মাহাত ,ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বজিত মাহাত প্রমুখ ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট