পানামাকে পরাস্ত করল ইংল্যান্ড। ৮মিনিটের মধ্য গোল করে এগিয়ে দেন জন স্টোন্স। ম্যাচে হ্যাট্রিক করেন অধিনায়ক হ্যারিকেন। ইংল্যান্ড এর হয়ে গোল করেন জেসি লিংকাড। বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোল করল পানামা।গোলটি করেছেন ফেলিপি বালয়।নতুন ইতিহাস রচনা করল পানামা।এখনো অনেক ম্যাচ বাকি।ইংল্যান্ড শক্তিশালী দল,অন্যদিকে পানামাকে পরাজিত করে লিগ টেবিলে অনেকটাই এগিয়ে রাখল ইংল্যান্ড।
বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোল পেলেন পানামা
রবিবার,২৪/০৬/২০১৮
1576
বাংলা এক্সপ্রেস---