নয়াগ্রামে হাতির হানায় মৃত মহিলা


রবিবার,২৪/০৬/২০১৮
680

বাংলা এক্সপ্রেস---

হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের উপরপাতিনা এলাকায় এলাকার ঘটনা।মৃতের নাম রাধারানি ঘোষ (৫৫)। এলাকাবাসী বনদপ্তরে খবর দেয় ।নয়াগ্রাম থানার পুলিশ এসে মৃতদেহ টিকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

https://youtu.be/6lccIDIipH8

জানা গিয়েছে কয়েক দিন ধরে দলমা থেকে আসা ১১ টির একটি হাতির দল নয়াগ্রামের তপোবন জঙ্গলে আস্হানা গেরেছে ।সকাল হলেই খাদ্যের প্রয়োজনে জঙ্গল ছেড়ে লোকালয়ে ও ধান জমিতে নেমে পড়ছে ,তার সঙ্গে চলছে ফসল নষ্ট করার কাজ। ঠিক একই কায়দায় রবিবার ভোর বেলায় জঙ্গলথেকে বেরিয়ে আসে দাঁতালের দল । ঐ সময় রাধারানি প্রাতক্রিয়া করতে যাচ্চিলেন দলহাতির সামনে পড়ে যান রাধারানি দেবী দাঁতাল তুলে আছাড় মারে ।ঘটনা স্হলে মৃত্যু হয় রাধারানি দেবীর ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট