ইন্ডি ফেস্ট ফ্লিম অ্যাওয়ার্ড সন্মানিত হল বাংলা ছবি মাইকেল


রবিবার,১৭/০৬/২০১৮
1656

বাংলা এক্সপ্রেস---

বাংলা ছায়াছবি মাইকেল সহজেই সারা ফেলে দিয়েছিল বক্স অফিসে।তবে এই ছবিতে ভিন্ন ভুমিকায় দেখা যায় মীর আফসার আলী কে। এই ছবির পরিচালক ছিলেন সত্রাজিত সেন। অন্যদিকে এই ছায়াছবি অনন্য সন্মানে সন্মানিত হওয়ার খবর শুনে আপ্লুত ছবির কলাকুশলী রা।স্বস্তিকা মুখোপাধ্যায়, অরুনিমা ঘোষ সহ আরো অনেকে এই ছবির মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল।এটি ছিল একটি অনন্য ও ভিন্ন স্বাদের গল্প দিয়ে সাজানো এক অনবদ্য বাংলা ছায়াছবি।তবে বাংলা ছায়াছবি মাইকেল পুরস্কৃত হওয়ার খবর শুনে আপ্লুত গোটা টলিউড।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট