ডান্সিং আঙ্কেল এর সাথে দেখা হল স্বয়ং গোবিন্দার


রবিবার,১৭/০৬/২০১৮
1430

বাংলা এক্সপ্রেস---

সোশ্যাল মিডিয়া নেচে ঝড় তুলেছিলেন এক ভদ্রলোক, এবার তার সাথে দেখা হল স্বয়ং গোবিন্দার , কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া এক ব্যাক্তির নাচে ভিডিও ভাইরাল হয়ে যায়। এবার সেই সঞ্জীব নামে সেই ব্যাক্তির সাথে দেখা হয় গোবিন্দার সুত্রের খবর মাধুরী দিক্ষীত এর ডাকে এক শোতে গিয়েছিলেন অভিনেতা গোবিন্দা। সেখানে গিয়ে তার সাথে দেখা হয় ডান্সিং আঙ্কেল এর। এই দিন সঞ্জীব তার স্বপ্ন আজ পুরন হল। তিনি আরো জানান যে তিনি কখন ভাবেননি যে তার সাথে গোবিন্দার দেখা হবে। এছাড়াও এই শোতে একটি গানে পা মেলাতেও দেখা যায় দুজন কে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট