রাজারহাটে ঈদ মিলন উৎসব ও চক্ষু পরীক্ষা শিবির


রবিবার,১৭/০৬/২০১৮
775

কাজী হাফিজুল---

রাজারহাট নিউটাউনের বসিনা চৌমাথায় পবিত্র ঈদ মিলন উৎসব উপলক্ষে সারাবাংলা সমাজ কল্যান সমিতির পরিচালনায় ও নিউটাউনের সেবক সংঘের সহযোগীতায় মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়, এই মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচশত হিন্দু মুসলিম সহ সকল ধর্মের মানুষের সুগার প্রোফাইল ও থাইরয়েড প্রোফাইল পরিক্ষা করা এবং পাঁচ শতাধিক – র বেশী মানুষকে চক্ষু পরিক্ষা করে ফি চশমা প্রদান ও ফি অপারেশনের ব্যাবস্থা করা হয় ।

অনুস্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন রাজারহাট নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত।তিনি বলেন, ” এই মহৎ কর্মকান্ডের ভূয়ষী প্রসংসা করে বলেন মানুষ যখন মানুষের জন্য এই পবিত্র বানী ভুলে আত্বকেন্দীক হয়ে যাচ্ছে, সেই সময়ে মানুষের জন্য ভাবা মানুষের জন্য কাজ করা এটি এক মহৎ উদ্যোগ।”

রাজ্য হজ্ব কমিটির সদস্য এ কে এম ফারহাদ তিনি বলেন, ” পবিত্র ঈদ উপলক্ষে একশ্রেনী ধংসতাত্বক মনের মানুষ ডি জে বাজিয়ে লক্ষ লক্ষ টাকা নস্ট করে পাশ্চাত্য সভ্যতার আমদানী করে ঈদের পবিত্রতাকে কলুষিত করছেন এবং ইসলামী সাংস্কৃতিকে ধংস করছেন, তাদের হাত থেকে সমাজকে বাচানোর জন্য এবং ঈদের প্রকৃত মূল্যায়ন করতে এই ধরনের কাজের আনজাম বেশী বেশী করে করতে হবে”।উপস্থিত ছিলেন অনাথ ফাউন্ডেশনের সদস্য হাফেজ আজিমউদিন, সমাজ কল্যাণ সমিতির সভাপতি মাওলানা জাবেদ আলি,হাজী সাহাজান আলি, আনোয়ার আলি,আমির হোসেন প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবগরা ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট