হাড়োয়ায় বস্ত্র বিতরণ ও ঈদ মিলন উৎসব


রবিবার,১৭/০৬/২০১৮
650

কাজী হাফিজুল---

হাড়োয়ার মাজমপুর চাঁদরাত ও ঈদ উৎসব কমিটির উদ্যোগে ঈদ মিলন উৎসব অনুস্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ১০০০ অধিক গরীব দুঃস্থ মানুষদের মধ্যে শাড়ি, পঞ্জাবী, লুঙ্গি বিতরণ করা হয় ।স্থানীয় বাসিন্দা ছাড়াও দূর দুরন্ত মানুষ এসে ভীড় করে ।

অনুস্ঠানে বহু হাজী ও গুনিজনদের ফুলের তোড়া,উত্তরীয় সামগ্রিক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়, । অনুস্ঠানে উপস্হিত ছিলেন ভারতের জাতীয় ফুটবলার সৈয়দ রহিম নবী, গোবরডাঙ্গা রামকৃষ্ন মিশনের স্বামী সত্যরুপানন্দ মহারাজ, শিখ সমাজের বিশিস্ট নেতা সুখনন্দন সিং আলুওয়ালিয়া, খৃস্টান ধর্মের নেতা বিশপ মালাকার, হাড়োয়ার আই সি প্রসেনজিৎ দাস, ও সি শুভ্র স্যান্নাল, জেলা পরিষধের কর্মাধক্ষ্য সিরাজুল ইসলাম, জেলা পরিষধের সদস্য সন্জয় বিশ্বাস, হাড়োযা পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুল খালেক মোল্লা, বোয়ালঘাটা মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাজ মাওলানা জিয়াউল হক্ব ,আমির হোসেন,মামুন আক্তার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবগ । অনুষ্ঠানে বহু মানুষের সমাগম ঘটে । সমগ্র অনুস্ঠান সন্চালনা করেন মোজাজদেদিয়া অনাথ ফাউন্ডেশনের হাড়োযা শাখার সভাপতি হাফেজ আজিমউদিন ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট