ভারত আফগানিস্তান ঐতিহাসিক টেস্ট শুরু হচ্ছে আজ , দেখে নিন একাদশে কারা আছেন


শুক্রবার,১৫/০৬/২০১৮
954

সাদ্দাম হোসেন মিদ্দা---
১৪ জুন,বেঙ্গালুরু:আজ থেকে শুরু হচ্ছে ভারত আফগানিস্তান একমাত্র টেস্ট। বেঙ্গালুরুর এন চেন্নাস্বামী স্টেডিয়ামে সকাল ৯.৩০ টায় খেলা শুরু হবে। এই টেস্টের মাধ্যমে আফগানিস্তানের যাত্রা শুরু হবে টেস্ট ক্রিকেটে। তাই এই ম্যাচ ঐতিহাসিক আফগানিস্তানের কাছে। নবাগত আফগানরা তাদের ঐতিহাসিক প্রথম ম্যাচ খেলার খেলবে যাদের বিরুদ্ধে, সেই ভারত এই মুহূর্তে টেস্ট ক্রম তালিকায় শীর্ষে অবস্থান করছে।স্বাভাবিক ভাবেই তাই এই ম্যাচটির গুরুত্ব অন্যরকম। দেখে নিন উভয় দলের একাদশে কারা আছেন
ভারত: শিখর ধাওয়ান, মুরলি বিজয়, চেতেশ্বর পূজারা,কে এল রাহুল, অজিন্কা রাহানে(অধিনায়ক),দীনেশ কার্তিক(উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্রনাথ জাডেজা, ইশান্ত শর্মা, উমেশ যাদব।
আফগানিস্তান : আসগার স্তানিকজাই(অধিনায়ক),মহম্মদ সেহজাদ, জাভেদ আহমাদি, হাসমাতুল্লা সাঈদী, রহমত শাহ, আফসার জাজাই(উইকেট রক্ষক), মহম্মদ নবী, রশিদ খান, ইয়ামিন আহমেদজাই, ওফাদার, মুজিব উর রহমান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট