নিশাচর প্রানীদের জন্য অভিনব উদ্যোগ নিলো আলিপুর চিড়িয়াখানা 


রবিবার,১০/০৬/২০১৮
1671

বাংলা এক্সপ্রেস---

এবছর শীতে অনকে নতুন পরিযায়ী পাখি এনেছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে এবার নিশাচর প্রানীদের জন্য আলাদা বাসস্থান এর ব্যাবস্থা করবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।গন্ডারের থাকার ঘরে উল্টো দিকে একটা ঘরে এবার দেখা যাবে নিশাচর প্রানীদের। এছাড়া যাতে সকলে ভালোভাবে দেখতে পান তার ব্যাবস্থা করবে কর্তৃপক্ষ।পশুপ্রেমী দের কাছে এক অভিনব খবর তা বলাই যায়। সব মিলিয়ে নিশাচর প্রানীদের একটি নিদিষ্ট থাকার বন্দোবস্ত হল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট