এবার তথ্যফাস কান্ডে আবার উঠে এল ফেসবুকের নাম। অনেক গোপন তথ্য নাকি ফাস হয়ে যাচ্ছে। আজকের দুনিয়া সকলেই সোশ্যাল মিডিয়া এই আ্যপস টি ব্যাবহার করে। তবে এই নিয়ে বেশ কয়েকবার এই সংস্থা জড়িয়ে পড়ল তথ্য ফাস কান্ডে। এবার এই নিয়ে ফেসবুকের কাছে জবাব চেয়ে পাঠাল কেন্দ্র তথ্য সম্প্রচার মন্ত্রক।এই প্রেক্ষিতে আগামী ২০ জুনের মধ্য ফেসবুকের কর্তৃপক্ষের জবাব তলব করা হয়েছে।
আপনার ফেসবুক আ্যকাউন্ট সুরক্ষিত তো জানতে হলে প্রতিবেদন টি পড়ুন
শনিবার,০৯/০৬/২০১৮
2301
শুভ বিস্বাস---