প্রতি বছর মাধ্যমিকে ভালই রেজাল্ট হয় বালুরঘাট শহরে । ব্যতিক্রম এ বছর কোন স্কুল থেকেই এবার প্রথম দশে কেও নেই। এই ব্যর্থতার মাঝেও নিজের আলোয় আলোকিত ললিত মোহন আদর্শ বিদ্যালয়ের রবি সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৭৩। সেই তার স্কুলে সর্বচ্চো নম্বর লাভ করেছে। ছোট বেলা থেকে দারিদ্রতার সাথে লড়াই করা রবির বাবা পরান সরকারের একটি মুড়ি মশলার দোকান আছে। আর মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। দিনে ৮-৯ ঘন্টা পড়ে রবি এই জায়গায় এসেছে বলে সে আমাদের জানিয়েছে। ৪ জন প্রাইভেট শিক্ষক নামমাত্র খরচে তাকে পড়াত বলে জানা গেছে। এছাড়া স্কুলের শিক্ষক রাও তাকে বিনামুল্যে পড়িয়েছে বলে সে আমাদের জানায়। রবি আমাদের জানালো পড়াশুনোর ফাঁকে সে ক্রিকেট খেলতেও ভালবাসে। আগামীতে সে সাইন্স নিয়ে পড়তে চায়। আর বড় হয়ে ডাক্তার হতে চায় বলে সে জানালো।
প্রতি বছর মাধ্যমিকে ভালই রেজাল্ট হয় বালুরঘাট শহরে
বুধবার,০৬/০৬/২০১৮
540
বাংলা এক্সপ্রেস---