মাধ্যমিক পরীক্ষার ফল আজ, বুধবার সকাল ১০টায় প্রকাশিত হবে। স্কুলগুলিকে মার্কশিট ও শংসাপত্র দেওয়া শুরু হবে ১১টায়। ফল জানা যাবেwbbse.org, wbresults.nic.in, exametc.com, indiaresults.com, school.gradeup.co, schools9.com, vidyavision.com, jagranjosh.com, results.shiksha, westbengalonline.in ওয়েবসাইটে।এসএমএসে ফল জানতে, WB10–স্পেস–রোল নম্বর লিখে ৫৬০৭০ নম্বরে পাঠাতে হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে এসএমএসের মাধ্যমে জানতে হলে, রোল এবং মোবাইল নম্বর exametc.com ওয়েবসাইটে নথিভুক্ত করতে হবে। এ বছর মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ১২ থেকে ২১ মার্চ। পরীক্ষার্থী ১১ লক্ষ ২ হাজার ৯২১ জন।
মাধ্যমিক পরীক্ষার ফল আজ
বুধবার,০৬/০৬/২০১৮
694
বাংলা এক্সপ্রেস---