ট্রাফিক থিম পার্ক শুভেন্দু হাত ধরে


মঙ্গলবার,০৫/০৬/২০১৮
1109

পিয়া গুপ্তা---

রাজ্যে প্রথম উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে চালু হলো ট্রাফিক থিম পার্কের। ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষকে সঠিক ধারণা দিতেই মূলত এই ট্রাফিক থিম পার্কের সূচনা হল হেমতাবাদে। আজ এই থিম পার্কের উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানী, জেলা শাসক আয়েষা রানী এ, পুলিশ সুপার শ্যাম সিংহ সহ অন্যান্যরা।

হেমতাবাদের এই পার্কে এসে আনন্দ উপভোগ করার পাশাপাশি টাফিক নিয়মাবলী সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন সাধারণেরা। এই শিশু উদ্যানে শিশুদের জন্য রাখা হয়েছে স্বয়ংক্রিয় গাড়ি। এই গাড়িতে সওয়ারি করেই ট্রাফিক আইনের নিয়মাবলী জানতে পারবে ক্ষুদেরা। উত্তর দিনাজপুর জেলার সবকটি ব্লকে কোনও না কোনও পার্ক থাকলেও হেমতাবাদ ব্লকে কোনও উদ্যান ছিলনা। এবার জেলা প্রশাসন হেমতাবাদে এই ধরণের একটি শিক্ষামূলক আনন্দদানকারী শিশু উদ্যান গড়ে তোলায় খুশী সাধারণ মানুষ। এই ট্রাফিক পার্ক শিশু ও সাধারণ মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করে তুলবে বলে আশা রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট