আমি তিস্তা


রবিবার,০৩/০৬/২০১৮
2167

॥ আমি তিস্তা ॥

পীন স্তন, নিতম্ব নিদাঘে
খাজুরাহো নই আমি
কামনার ক্যানভাসে !
রাত-বসতের শরীরী না-মানে’
না-অবনতা আমি চেতনার ধর্ষণে ।
ফসিল-মনে দেহ খুঁড়ে
পেলে না আমাকে প্রাণভরে ।
‘কাল’ মাড়িয়ে খরস্রোতে
ভেসে যাই অন্য ‘খাতে নারী হতে ।

হেরো সৈনিক !
আমাকে পেয়ে না পেয়ে
জেনেছো কি মূঢ় অভিমানে,
দেহে নয়…
ভালোবাসা বীজ বোনে মনে
রোপন দিনে ?

…..সুনন্দা হালদার ॥

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট