আই পি এল ফাইনাল ম্যাচে জয়ী হল চেন্নাই সুপার কিংস পুরানো মেজাজে ক্যাপ্টেন কুল ধোনি কে দেখা গেলো স্বমহিমায়।ওয়াটসান এর ঝোড়ো ইনিংসে সামনে সহজেই পরাজিত হল হায়দ্রাবাদ। সব পরিকল্পনা বদলে দিলেন অস্ট্রেলীয় এই তারকা, একের পর এক অভার বাউন্ডারি হাকালেন,বল পড়ছে গ্যালারীতে সাথে একটাই সুর ভেসে আসছে চেন্নাই সুপার কিংসের জয়ধ্বনি। রশিদ খান থেকে শুরু করে একের পর এক বোলার এর বলে এদিন বাউন্ডারি হাকাতে দেখা যায় এই দিন। বলা যেতে পারে এদিন ম্যাচ যেন ওয়াটসন বনাম হায়দ্রাবাদ,। তার সেঞ্চুরি ওপর ভর করে চেন্নাই সহজেই জয় লাভ করল।অন্যদিকে পুরানো মেজাজে দেখা গেল ধোনি কে। একেবারে শান্ত মেজাজে তার মেয়েকে কোলে নিয়ে দেখা যায় এদিন। একেবারে আবার স্বমহিমায় দেখা যায় ক্যাপ্টেন কুল কে। সেরা দল হিসাবে ও সেরা অধিনায়ক হিসাবে আবার নিজেকে প্রমান করলেন ধোনি কে।
সেরা অধিনায়ক হিসাবে আবার নিজেকে প্রমান করলেন ধোনি
সোমবার,২৮/০৫/২০১৮
4306
শুভ বিশ্বাস---