কলকাতায় পেট্রোলের দাম বাড়তে বাড়তে আকাশ ছুঁয়েছে


রবিবার,২৭/০৫/২০১৮
492

বাংলা এক্সপ্রেস---

আন্তর্জাতিক বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম। তাই দেশেও তার প্রভাব পড়ছে। কলকাতায় পেট্রোলের দাম বাড়তে বাড়তে আকাশ ছুঁয়েছে। রবিবারও বাড়ে জ্বালানির দাম। এনিয়ে টানা ১৪ দিন ধরে বেড়ে চলেছে পেট্রল-ডিজেলের দাম। দাম বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীর দফতরে একটি জরুরি বৈঠক হয়েছে গত বুধবার। তার পরেও দাম কমার কোনও লক্ষণ নেই।রবিবার পেট্রলের দাম দিল্লিতে হল ৭৮.১২ টাকা প্রতি লিটার। অন্যদিকে, মুম্বইয়ে দাম হল লিটারপিছু ৮৫.৯৩ টাকা, কলকাতায় লিটারপিছু দাম হল ৮০.৭৬ টাকা ও চেন্নাইয়ে এই দাম হল ৮১.১১ টাকা প্রতি লিটার।অন্যদিকে, ডিজেলও দাঁড়িয়ে নেই। দিল্লিতে এক লিটার ডিজেলের জন্য গুনতে হচ্ছে ৬৯.০৬ টাকা। কলকাতায় এই দাম ৭১.৬১ টাকা, মুম্বইয়ে ৭৩.৫৩ টাকা ও চেন্নাইয়ে ডিজেলের দাম হল ৭২.৯১ টাকা প্রতি লিটার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট