গতকাল অর্থাত্ মঙ্গলবার কলকাতার বেশ কিছু এলাকা তো বটেই, তুমুল বৃষ্টি হয়েছেউত্তর চব্বিশ পরগনাতেও। এদিন সকাল থেকে ফের দুর্যোগের ভ্রুকুটি।রাতে ইডেনে বড় ম্যাচ। আইপিএলের প্লে অফে রাজস্থান রয়্যালসের মুখেমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচ জিততেই হবে কে কে আর দল কে। অন্য দিকে শহর জুড়ে বৃষ্টির পূর্বাভাস। চলছে দফায় দফায় বৃষ্টি, তাই ম্যাচ বিঘ্ন হতে পারে তার আশঙ্কা একেবাড়ে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই চিন্তার ভাজ কে কে আর শিবিরে। গোটা শহরবাসী মুখিয়ে রয়েছে এই ম্যাচের দিকে, সব মিলিয়ে ম্যাচ টি হয় কীণা সেটাই দেখার। প্লেওফে ওঠার পর কে কে আর শিবিরে অন্যতম ভিলেন এই বৃষ্টি। আবহাওয়া দফতরের যা পূর্বাভাস,তাতে বুধবার দফায় দফায় বজ্র বিদ্যুত্ সহ বৃষ্টিপাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। কে কে আর সমর্থক রা এই ম্যাচের দিকে তাকিয়ে টা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে ম্যাচ কিউরেটর পিচ কে ঠিক রাখার জন্য কী উদ্যোগ নেন এখন সেটাই দেখার।
কে কে আর এর আকাশে দুর্যোগের মেঘ
বুধবার,২৩/০৫/২০১৮
4140
শুভ বিশ্বাস---