কে কে আর এর আকাশে জয়ের প্রতিচ্ছবি


রবিবার,২০/০৫/২০১৮
1534

শুভ বিশ্বাস---

দুরন্ত জয় ছিনিয়ে নিলো কে কে আর শিবির। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মরন বাচন ম্যাচে সহজে জয় ছিনিয়ে নিলো এই দল।প্রথমে বোলিং করতে দেখা যায় কে কে আর দল কে।বোলার দের দাপটে বড় রানের লক্ষ্য পোঁছাতে পারেনি হায়দ্রাবাদ,কে কে আর দলের অন্যতম অস্ত্র কৃশ্নার বোলিং ছিলো এই দিন অসাধারন তারুণ্য ছোঁয়া গোটাদলে,আর টিম স্ট্যটেজি এই দিন ছিল চোখে পড়ার মত,প্রতিপক্ষ কে বড় রানের লক্ষ্য যেতে দেয়নি কে কে আর দল।সবমিলিয়ে এক অনবদ্য জয় পেলো এই দল তা বলাই যায়। খেলা যত গড়িয়েছে তত জ্বলে উঠতে দেখা গেছে কে কে আর এর তারকা ক্রিকেটার দের,অন্যদিকে অধিনায়ক এর ইনিংস ছিল অনবদ্য,তার আর লিনের ব্যাটিং এর উপর ভর করে কে কে আর দল জয় ছিনিয়ে নেয়।উল্লাসিত কে কে আর সমর্থকরা।

২২ গজের লড়াই সহজে মন জয় করেছে দর্শকদের। প্রথম থেকেই হায়দ্রাবাদ কে চাপে রাখার চেস্টা করেছিল কে কে আর দল।নারিনের ঝোড়ো ইনিংস হায়দ্রাবাদের শিবির চুরমার করে দেয়, জয়ের আস্বাদ পেলো কে কে আর দল,সুতরাং বলা যেতে পারে শেষ এর দিকের ম্যাচ গুলিতে কে কে আর দল যেভাবে জ্বলে উঠছে তা অন্যদল গুলির কপালে চিন্তার ভাজ ফেলবে তা বলার অপেক্ষা রাখে না,শুধু তাই নয় এই দলকে আটকানো কঠিন তা বুঝতে পারছেন ক্রিকেট বিশেষক রা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট