আমার মা


মঙ্গলবার,১৫/০৫/২০১৮
1923

মায়ের সঙ্গে জুড়ে থাকা,
মায়ের কোলেই সব
এমনি করেই ঠিক চলে যায়
আমাদের শৈশব..

মায়ের কছেই অ আ ক খ
মায়ের আঁচল খেলা
মায়ের গন্ধ-মাখা এমন
স্নিগ্ধ ছোটবেলা ..

মায়ের শাসন, মায়ের আদর
হলুদ-মাখা হাত
জ্বরের শেষে মায়ের হাতের মেখে দেওয়া ভাত ..

মায়ের কাছে লুকিয়ে রাখা
অঙ্কের নম্বর
মায়ের কাছেই জমা রাখা
বিশ্ব চরাচর..

বিশ্বজুড়ে মন্দ ভাল..
কুমাতা বিরল,
মায়ের ছায়ায় মায়ায়
চলে জীবন, চলাচল

মায়ের কাছেই ভুলে র স্মৃতি
মায়ের কাছেই ক্ষমা
মায়ের কাছেই জীবনভরা
ঋণের হিসেব জমা ..

নাড়ির টানে মায়ের কাছেই
বারেবারে আসি
মনে মনে আমরা
মা-কেই সবচে… ভালবাসি
_______
সুব্রতা ঘোষ রায়

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট