রায়গঞ্জের ১৬ নম্বর বুথ দেবীতলায় নির্দল ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ-গুলিবিদ্ধ এক


সোমবার,১৪/০৫/২০১৮
1488

বাংলা এক্সপ্রেস---

রায়গঞ্জের ১৬ নম্বর বুথ দেবীতলায় নির্দল ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ এক। আহতের নাম অমৃত সাহা। আহতকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর আহতের পিঠে গুলি লেগেছে। ওই এলাকার তৃণমূল প্রার্থীর স্বামীর অভিযোগ, নির্দল প্রার্থীর অনুগামীরা গুলি চালিয়েছে অমৃত সাহাকে। গুলি চালিয়েছে নির্দল প্রার্থীর আত্মীয় সন্তু সাহা। এদিকে রায়গঞ্জের উত্তর গোলুইসরা এলাকার ১৬ নম্বর অঞ্চলে তৃণমূলের ছোঁড়া বোমায় আহত এক। আহতের নাম শম্ভু বর্মন। শম্বু বর্মনের দাবী সে বিজেপিকে সমর্থন করত। তবে এদিন তৃণমূলকেই ভোট দিতে গিয়েছিলেন তিনি। তাও তাঁকে বোমা ছোঁড়া হয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ। রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে একই অঞ্চলে আরও একজন বোমার আঘাতে জখম হয়েছেন বলে জানা গেছে। বোমাবাজিতে হাত মুখ উড়ল তৃণমূল কর্মীর

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট