একেই কি প্রেম বলে ?


রবিবার,১৩/০৫/২০১৮
1691

॥ একেই কি প্রেম বলে ? ॥

প্রতিদিন দূরভাষে তার গলা ভাসে
ঠিক চারটে পঞ্চাশে…
অপেক্ষা জ্বলে বুকের আঁচলে,
একেই কি প্রেম বলে ?

অভিমান গায় ছেঁড়া তারে
‘আর সাড়া দেবো না’…
মাটি ভাসে আঁখিজলে,
একেই কি প্রেম বলে ?

শরীর ভেঙে…
মন যখন তাকে জড়ায়,
ইচ্ছে নিভিয়ে ঠাণ্ডা আগুনে,
সে ছাই হয়ে যায় ।
ভাঙা দেউলে পূজোর ছলে,
একেই কি প্রেম বলে ?

প্রতিদিন দূরভাষে তার ‘স্বপ্ন’ ভাসে
ঠিক চারটে পঞ্চাশে…
সে দেখা দিলে ‘সত্যি’ সুরে
চাঁদ ওঠে জ্যোৎস্না ঢেলে
একেই কি প্রেম বলে ?

…..সুনন্দা হালদার ॥

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট