পঞ্চায়েত নির্বাচনের মুখে আবারও উত্তপ্ত ভাঙড় । শনিবার জমি কমিটির মাছিভাঙায় নির্বাচনী সমাবেশ ছিল সেই সমাবেশ সফল করতে সংলগ্ন গ্রাম থেকে মিছিল করে নতুনহাটের উপর দিয়ে আসার পথে দুষ্কৃতীরা এলোপাথাড়ি বোমা ও গুলি ছুঁড়ে সেই গুলি লেগে মৃত্যু হয়েছে জমি জীবিকা বাস্তুরক্ষা কমিটির হাফিজুল মোল্লা ২৫ এক সমর্থকের। পাওয়ারগ্রীড সংলগ্ন মাছিভাঙার বাসিন্দা । হাসপাতালে আনার পথেই মৃত্যু হয় তার। অভিযোগ, বিকেলে জমিরক্ষা কমিটির। । মিছিলে গুলি-বোমা নিয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ। এই কমিটিই ভোটে নির্দল হিসেবে লড়াই করছে। অভিযোগের তীর শাসক দলের দিকে। এদিন আরাবুল ইসলামের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
বারুইপুরের এসপি-র নেতৃত্বে কাশিপুর থানায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । এদিনই একটি বেসরকারি টিভি চ্যানেলে মমতা বলেন, ভাঙড়ে মাওবাদীরা ঘাঁটি গেড়েছে। জমি কমিটির নেতা, মোসারেফ হোসেন বলেন, সরকার শুধু আমাদের সঙ্গে খেল তামাশা করছে,আগে থেকে গ্রেপ্তার করলে আমাদের সমর্থকের মৃত্যু হত না । এদিন ভাঙড়ের শাসকদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।