কালিয়াগঞ্জে নির্বাচনের প্রচারে শতাব্দী রায়


শুক্রবার,১১/০৫/২০১৮
928

বাংলা এক্সপ্রেস---

১৪ ই মে রাজ্যের ত্রিস্ততর পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে। তাই হাতে আর সময়য় নেই বল্লেই চলে। তাই নির্বাচনের প্রচারের প্রাক্কালে এক প্রকার ঝড় তুললেন বীরভূমের তৃনমূল সাংসদ তথা স্বনামধন্য বাংলা চলচিত্রের অভিনেত্রী শতাব্দী রায়। শুক্রবার সকাল থেকে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের তৃনমূল প্রার্থীদের সমর্থনে হুড খোলা গাড়িতে রোড শো করে গ্রামে গঞ্জে ভোটের প্রচারে সাংসদ শতাব্দী রায়। এদিন তিনি সকালে মালদা থেকে কালিয়াগঞ্জের হলদীবাড়ি এলাকার একটি বেসকারি হোটেলে বেশ কিছু সময়য় বিশ্রাম করার পড় সেখান থেকে তৃনমূল সমর্থীত কর্মিদের সাথে নিয়ে এক বিশাল বাইক র‍্যালী সহ কারে হুড খোলা গাড়িতে রোড শো করেন সাংসদ শতাব্দী রায়। সাধারন মানুষের উদ্যেশ্যে হাত জোর করে তৃনমূল প্রার্থীদের জোড়া ফুল প্রতিকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন।

এদিন তার বাইক র‍্যালীতে সাংসদ  সতাব্দী রায়কে দেখতে গ্রামের রাস্তার দুধ মানুষের এক প্রকার ঢ্ল নামে। কারন যাকে এতদিন টিভির পর্দায় দেখে এসেছেন তাকে এক বার  কাছে থেকে চোখের দেখা দেখবার জন্য অধির আগ্রহে দীর্ঘক্ষন ধরে অপেক্ষা করেছিলেন সকাল থেকেই রাস্তার দুই ধারে। এদিন তিনি তৃনমূল সমর্থিত জেলা পরিষদ,পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত প্রার্থিদের সমর্থনে রো শো করেন। এদিন রোড শোতে তার সাথে ছিলেন তৃনমূল ব্লক সভাপতি তথা ২০ নং জেলা পরিষদের প্রার্থী দধীমোহন দেবসর্মা, জেলা যুব নেতা অনির্বান চক্রবর্তী,  কালিয়াগঞ্জ শহর যুব নেতা রাজীব সাহা সহ আরো অনেকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট