সুদীপ্ত রায়: সবাইকে তাক লাগিয়ে ভারতের প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি আবার বিধংসি খেলার মাধ্যমে চেন্নাইয়ের জয়কে সুনিশ্চিত করল। টসে হেরে প্রথমে ব্যট করতে নেমে আরসিবি ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৫ রান করে। চেন্নাইকে জিততে হলে ২০৬ রান করতে হবে। এই রকম অবস্থায় চেন্নাই ব্যাট করতে নেমে ৭৪ রানের মধ্যে শেন ওয়াটশন (৭), সুরেশ রায়না (১১), স্যাম বিলিংশ (৯)ও রবীন্দ্র জাদেজার (৩) উইকেট হারিয়ে বসে। তারপর ধোনি রায়াডুকে সঙ্গে নিয়ে আরও ১০১ রান যোগ করে। রায়াডু ৫৩ বলে ৮২ রান করে দূভাগ্য জনক ভাবে রান আউট হয়। তারপর ব্রাভোকে সঙ্গে নিয়ে অপরাজিত থাকেন ধোনি ৩৪ বলে ৭০ রান করে। ১৯.৪ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০৭ রান করে চেন্নাই জয়লাভ করে।
ভারতের প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির আবার বিধংসি খেলা
বৃহস্পতিবার,২৬/০৪/২০১৮
1734