দিল্লী বনাম কোলকাতা


মঙ্গলবার,১৭/০৪/২০১৮
1631

খবর সুদীপ্ত রায়:
কোলকাতা বনাম দিল্লীর খেলায় গতকাল কোলকাতা নিজেদের IPL এর একটা অন‍্যতম দল হিসেবে প্রমান করে দিয়েছে। ৭১ রানে জয়ী হয়েছে কোলকাতা। কোলকাতা যেখানে ২০ ওভারে ৯টি উইকেটের বিনিময়ে ২০১ রানের টার্গেট দেয় দিল্লী কে, উত্তরে দিল্লী ১৪.২ ওভারে মাত্র  ১২৯ রানে অলআউট হয়ে যায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট