বছরের প্রথম দিনে বাংলা এক্সপ্রেসের নতুন পথ চলা শুরু 


মঙ্গলবার,১৭/০৪/২০১৮
1012

শুভ বিশ্বাস, বাংলা এক্সপ্রেস: বছরের প্রথম দিনে নিজেদের নতুন অফিসে পা রাখলো বাংলা এক্সপ্রেস। বাংলা এক্সপ্রেস এখন রাজারহাটে, বছরের শুরুতে নব সূর্য কে সাক্ষী রেখে নতুন করে পথ চলা শুরু। বাংলা এক্সপ্রেস এর সংবাদ এখন গোটা বাংলা জুড়ে। এই দিন বাংলা এক্সপ্রেসের অফিসে হাজির ছিলেন বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর, ভাঙড় পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম, রাজারহাট পঞ্চায়েত সমিতির বিডিও অনির্বাণ দত্ত, রাজারহাট থানার IC মানষ কুমার মাইতি ,বিশিষ্ট সমাজসেবী হাকীমুল ইসলাম,বাগু সপ্তগ্রাম সর্বেশ্বর হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত দাস,উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ সহ বিশিষ্টজনেরা। এ যেন এক চাঁদের হাট।

বাংলা এক্সপ্রেসের সম্পাদক এই দিন জানান যে বাংলার আনাচে কানাচে ঘটে চলা ঘটনা গুলিকে মানুষের সামনে নিয়ে আসা আমাদের মুল লক্ষ্য ,সাথে বাংলা সংবাদ কে বিশ্বের দরাবারে পৌঁছে দেওয়া । সবমিলিয়ে শুরু হয় বাংলা এক্সপ্রেসের পথচলা, সম্পুর্ন ডিজিটাল পদ্ধতিতে নিমেষের মধ্য মানুষের কাছে খবর পৌঁছে দেওয়া, তাই বাংলা এক্সপ্রেস নিয়ে এসেছে একটি অ্যাপ, । তিনি আরও জানান  স্বল্প সময়ে আমাদের পাঠক বেড়েছে অনেক গুন। বাংলা এক্সপ্রেস সর্বদা সত্য ঘটনা পরিবেশন করবে । বাংলা এক্সপ্রেস আজ বিশ্ব জুড়ে। এই দিন বিশিষ্ট জনেরা তাদের গুরুত্ত পূর্ণ বক্তব্য রাখেন। নববর্ষের নতুন অঙ্গীকার নিয়ে বাংলা এক্সপ্রেস পা রাখল নতুন বছরে। বাংলা এক্সপ্রেস সর্বদাই সত্যের সন্ধানে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট