বাংলা এক্সপ্রেসের নতুন অফিস উদ্বোধন


রবিবার,১৫/০৪/২০১৮
1021

নিজস্ব প্রতিবেদন : আজ (রবিবার) শুভ নববর্ষ। নব উদ্যমে শুরু হলো বাংলা এক্সপ্রেসের পথচলা । বছরের প্রথম দিনে নিজেদের নতুন অফিসে পা রাখলো বাংলা এক্সপ্রেস। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে পত্রিকাটি।

সকালে বৈশাখী পুজোর মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর,ভাঙড় পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম,রাজারহাট পঞ্চায়েত সমিতির বিডিও অনির্বাণ দত্ত,রাজারহাট থানার IC মানষ কুমার মাইতি ,বিশিষ্ট সমাজসেবী হাকীমুল ইসলাম,বাগু সপ্তগ্রাম সর্বেশ্বর হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত দাস,উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ সহ বিশিষ্টজনেরা।

বাংলা এক্সপ্রেসের সম্পাদক রাজু আলম ,বলেন, শখের বসে শুরু করলেও মূল উদ্দেশ্য ছিল গান্ধীজির কথানুযায়ী মানুষের সেবা। আমরা ওয়েবসাইট এর পাশাপাশি বাংলা এক্সপ্রেস app নিয়ে এসেছি। স্বল্প সময়ে আমাদের পাঠক বেড়েছে অনেক গুন। বাংলা এক্সপ্রেস সর্বদা সত্য ঘটনা পরিবেশন করবে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট