আট সুন্দরীর গুরুত্ব বাড়িয়েছে আইপিএল


রবিবার,১২/০৪/২০১৫
866

খবরইন্ডিয়াঅনলাইনঃ      দেখতে-দেখতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আট বছরে পা রাখল৷ শুরুর সিজন থেকেই এই ক্যাশ লিগের জনপ্রিয়তা অটুট৷ ক্রিকেট ককটেলের নেশায় আচ্ছন্ন কাশ্মীর থেকে কন্যাকুমারী৷ ব্যাটে-বলে আট ফ্র্যাঞ্চাইজির ধুন্ধুমার লড়াইতে মজেন ক্রিকেটপ্রেমিরা৷ কিন্তু বাইশ গজের বাইরেও আইপিএল দেখিয়েছে ‘এক্সট্রা ইনিংস’৷ অবশ্যই সেই বাড়তি ইনিংসের বিশেষ গুরুত্ব বাড়িয়েছেন হট অ্যাঙ্কাররা৷ কখনও মন্দিরা বেদী তো কখনও মায়ান্তি ল্যাঙ্গার৷ তাঁদের সঞ্চালনার আবেদনেই রয়েছে এক হাতছানি৷ সেখান থেকে চোখ সরানো যায় না৷ স্মার্ট উপস্থাপনার সঙ্গে যৌনতার মিশেলে তৈরি হয় এক অদ্ভূত ভালোলাগা৷ এই প্রতিবেদনে আইপিএল-এর সেরা আট সঞ্চালিকাদের নিয়েই কথা হবে৷

মায়ান্তি ল্যাঙ্গার:
শুরুতেই আসবেন মায়ান্তি ল্যাঙ্গার৷ রাজস্থান রয়্যালসের অল-রাউন্ডার স্টুয়ার্ট বিনির ঘরনী দর্শকদের বিচারে আইপিএল-এর সেরা সঞ্চালিকা৷ শুধু আইপিএল-ই নয়, মায়ান্তি সদ্য সমাপ্ত ক্রিকেট বিশ্বকাপে স্টার স্পোর্টসের ধারাভাষ্য দলের সঙ্গেও ছিলেন৷ টেন ক্রিকেটে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে তাঁকে দেখেই প্রেমে পড়েছিলেন অনেকেই৷

করিশ্মা কোটাক:
করিশ্মা কোটাকের কথা নিশ্চই মনে আছে অনেকেরই৷ রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর সিজন সিক্সে তাঁকে দেখা গিয়েছিল৷ বিগ বসের ঘরে তাঁকে দেখে আইপিএল-এর আয়োজকদের এতটাই ভালো লাগে যে তাঁকে আইপিএল সিক্সে সঞ্চালিকার ভূমিকায় নিয়ে আসেন৷ তাঁর উপস্থাপনাও ছিল মনে ধরার মতো৷

অর্চনা বিজয়:
অর্চনা বিজয় রয়েছেন এই আইপিএল-এ দেশের সেরা ক্রিকেট সঞ্চালিকাদের একজন তিনি৷ নিও স্পোর্টসের সঙ্গে যুক্ত অর্চনাকে ‘ ট্যুর ডাইরি ফর এক্সট্রা কভার’ ও ‘ক্রিকেট মশালা মার কে’ রাতারাতি খ্যাতির শীর্ষে নিয়ে গিয়েছিল তাঁকে৷ এবারও ফুল ফর্মেই রয়েছেন বিজয়৷

সোনালী নাগরানি:
গরমাগরম আইপিএল এর প্রথম সিজনেই ছিলেন মিস ইন্ডিয়া সোনালী নাগরানি৷ তাঁকে আজও ভুলতে পারেননি অনেকেই৷ আইপিএল-এ এক্সট্রা ইনিংস ছাডা়ও টি-২০ ক্রিকেট বিশ্বকাপের সময় সাইরাস ব্রোচার সঙ্গে একই শো’তে দেখা গিয়েছিল৷

শিবানি দান্ডেকর:
শিবানি দান্ডেকর রয়েছেন এই আইপিএল-এ৷ সঞ্চালনার পাশাপাশি গানের গলাও তাঁর অসাধারণ৷ এই মডেল ও অভিনেত্রীকে আইপিএল ফোর থেকেই দেখা যাচ্ছে৷ নভজোৎ সিং সিধু ও শোয়েব আখতারের সঙ্গে ক্রিকেটের বাইরেও অনান্য ব্যাপার নিয়ে আলোচনা করে শো মাতানোর ক্ষমতা তাঁর জানা আছে৷

মন্দিরা বেদী:
হট সঞ্চালিকাদের কথা বললে মন্দিরা বেদীর কথা আসবেই৷ তাঁর বিখ্যাত ‘নুডল স্ট্র্যাপ’ আজও আলোচনার বিষয়৷ ২০০৩ বিশ্বকাপে কোটি-কোটি মানুষ তাঁকে দেখেছে তিরঙ্গা রঞ্জিত চুড়ি ও অসাধারণ ডিজাইনার শাড়ি-ব্লাউজে৷ খেলা সম্বন্ধে তাঁর সেরকম জ্ঞান না-থাকলেও সেটাকে ঢাকা দিয়েছিলেন শাড়ির গল্প শুনিয়ে৷ আইপিএল দেখেছে লেখা ওয়াশিংটন ও রোচেল মারিয়া রাও’র মতো সুন্ধরীদেরও৷ লেখা পেশায় ভিজে ছিলেন৷ সেখান থেকে আইপিএল-এ পাড়ি জমিয়েছিলেন৷ মারিয়ার সঙ্গেই দেখা যেত করিশ্মাকে৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট