কলকাতা: বাঙালীর নববর্ষ, আর নতুন বছরের প্রথম সন্ধ্যায় বাঙালির মন ভালো করা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুরের আনন্দের আমেজমেন্ট অ্যান্ড ওয়াটার পার্ক – সিটি সেন্টার” এ “ফোনিক্সের প্রদর্শনী” বাংলার স্টারস – বৃহত্তম গ্ল্যাম হার্ট শো।গ্যাল্মার দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন অনেকেই দেখে আর বর্তমান যুগের ছেলেমেয়েদের মধ্যে এই চাহিদা যেন আরও প্রবল ।আর এই উঠতি মভেলারদের কথা মাথায় রেখেই ‘ফোনিস’ নববর্ষে ‘বেঙ্গল গ্ল্যাম হান্টের স্টার” র এই প্লাটফর্ম করে দিয়েছে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় বিচারকের আসন অলঙ্কৃত করবেন শ্রীমতি সোমজিতা ভট্টাচার্য ( অভিনেত্রী) , শ্রী সোনা( বিউটি থেরাপিস্ট) এবং শ্রীমতি শর্মিলা দাস ( অভিনেত্রী) ও গ্রুমিং করবেন পিয়ালি দাস ( অভিনেত্রী) । দূর্গাপুর, মালদা, রায়গঞ্জ, মুর্শিদাবাদ বর্ধমান সহ আরো অনেক জায়গার প্রতিযোগীরা অংশগ্রহণ করতে চলেছে এই শো – য়ে । এখন শুধুই অপেক্ষার পালা কার মাথায় উঠবে নববর্ষের দিনে জয়ের মুকুট।
নববর্ষের দিনে সিটি সেন্টার” এ “ফোনিক্সের প্রদর্শনী” বাংলার স্টারস – বৃহত্তম গ্ল্যাম হার্ট শো
বুধবার,১১/০৪/২০১৮
1131