প্রতীক্ষা


মঙ্গলবার,০৩/০৪/২০১৮
1503

॥ প্রতীক্ষা ॥

ইভেন্ট হরাইজনে মাথা রেখে
ব্ল্যাকহোলটা মরে গেল খিদে নিয়ে ।
ওর আগ্রাসী টানে…
আমি শব হলাম টাইম টানেলে ।
আলো ছড়িয়ে আকাশে
তুমি চলে গেলে অন্য কায়ায়
অশূন্য শূন্যতায় ।
পল ভাসিয়ে পরিবর্তন স্রোতে
আমার শেষ হওয়া হল না,
তোমাতে মিশে অপ্রাকৃত প্রেমে
আমার নারী হওয়া হল না,
সমুদ্র ছেঁচে নিঃশ্বাস মন্থনে
আমার প্রাণ পাওয়া হল না ।
লক্ষ্মীপায়ের ছাপ ফেলে
কক্ষপথের ধুলোয়…
ফিরবো সময়ের শেষ পৃষ্ঠায়,
সংরাগ মেখে শরীরে
থেকো তারই প্রতীক্ষায় !

…….রক্তকরবী ॥

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট