পদ্মভূষনে সম্মানিত হলেন ভারতীয় প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি


মঙ্গলবার,০৩/০৪/২০১৮
1709

 সুদীপ্ত রায়, বাংলা এক্সপ্রেসঃ
সোমবার রাতে প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে পদ্মভূষন পুরস্কার দিয়ে সম্মানিত করলেন রাষ্ট্রপতি। এই দিন  রাষ্টপ্রতি ভবনে মহেন্দ্র সিং ধোনি এবং অভিনেতা মনোজ জোশীকে পদ্মভূষন সম্মানে সম্মানিত করা হয়।রাষ্ট্রপতি ভবনে ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পুরস্কার তুলে দেন মহেন্দ্র সিং ধোনি হাতে। ধোনি তাঁর অধিনায়কত্মে তিনটি ICC বিশ্বকাপ জয় করেন। ২০১১  ওয়ান ডে বিশ্বকাপ, T 20 বিশ্বকাপ জয় এবং টেস্টে এক নম্বর র‍্যাঙ্ক করেছিলেন। শ্রীরামমন্ত্রীদের কাছ থেকে একটি বড়ো প্রসংশার ঝড়ের মধ‍্যে পদ্মভূষন  প্রাপ্তির জন‍্য মহেন্দ্র সিং ধোনি সেনাবাহিনির পোশাকে মঞ্চে উঠেছিলেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট