কে পারফর্ম করবেন IPL উদ্বোধনী অনুষ্ঠানে? জানতে হলে প্রতিবেদন টি পড়ুন


সোমবার,০২/০৪/২০১৮
1836

শুভ বিশ্বাস:

এবারের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে না রণবীরকে। এমন খবর ছড়িয়ে পড়েছিল আগে। কোটি টাকার সেই পারফরম্যান্স এবার আর দেখা যাবে না। রণবীরের মুখপাত্র জানিয়ে দিয়েছেন, আইপিএল-এর মঞ্চে নাচতে দেখা যাবে না তাঁকে। সিনেমা নয়, ফুটবল মাঠের অ্যাকশনে আহত বলিউড তারকা রণবীর সিংহ। তাঁর কাঁধে চোট লেগেছে।

এ কথা জানিয়েছেন রণবীরের মুখপাত্র। এতে অবশ্য সিনেমার শ্যুটিংয়ে কোনও ব্যাঘাত হবে না। জোয়া আখতারের পরিচালনায় তাঁর পরের ছবি গালি বয়-এর শ্যুটিংয়ের কাজ চলবে। তবে তার বদলে কে মঞ্চ মাতাবেন তা এখনও ঠিক হয়নি । যতই দিন এগিয়ে আসছে ততো পারদ চড়ছে আই পি এল নিয়ে। আই পি এলের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। প্রশ্ন অন্য জায়গায়।

রণবীর না থাকায় তাহলে কে পারফর্ম করবেন উদ্বোধনী অনুষ্ঠানে? এর মধ্যেই খবর, রণবীরের অনুপস্থিতিতে হৃতিক রোশনের কথা ভাবছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। রণবীর না থাকলে উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন হৃত্বিক। আর হৃত্বিক মঞ্চে নামা মানেই আগুনে পারফরম্যান্স।এমনই গুঞ্জন শোনা জাচ্ছে। তবে যাই হোক এ বছর আই পি এল শুরু থেকেই নতুন নতুন চমক অপেক্ষা করছে ক্রিকেট প্রেমী দের জন্য তা বলাই জায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট